তজুমদ্দিনে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় নিহত-১, আহত-২

ভোলার তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ পুলিশের হেফাজতে রয়েছে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সুত্রে জানা যায়, রবিবার বিকালে উপজেলা দক্ষিণ খাসেরহাট টু মুচিবাড়ির কোনা সড়কে ছোট ডাওরী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক দূর্ঘটনা কবলিত হয়। ফায়ার সার্ভিস কর্মিরা সংবাদ পেয়ে গুরুতর আহত ৩জনকে দ্রুত তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসেন। আহতরা হলেন, মোঃ ইউসুফ (৫৫), আঃ রশিদ (৭০) ও মোঃ সিদ্দিক (৪০)। হাসপাতালের আরএমও ডা. জাকির হোসেন ইউসুফকে মৃত ঘোষনা করেন। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.