ভোলা সদরে স`মিলের করাতে কাটা পরে শ্রমিকের মৃত্যু

মো. সাইফুল ইসলাম, ভোলা বার্তা ।।

ভোলা সদর উপজেলার হেতনার হাট বাজারের উত্তর পাশে অবস্থিত একটি স`মিলে  জিয়াউর রহমান আখন(৫৮) নামে এক ব্যক্তি  স`মিলের করাতে কাটা পরে  মৃত্যু হয়। রবিবার (১০ ই ফেব্রুয়ারি)  সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান  মিস্ত্রি জিয়াউর রহমান আখন প্রতিদিনের মতো কাজ করার জন্য স`মিলে এসে উপস্থিত হন। মেশিন চালু করে প্রতিদিনের মত  তিনি কাজ শুরু করেন এ সময় যে কাঠের উপর দাঁড়িয়ে ছিলেন সেটি ভেঙ্গে গিয়ে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা আরো জানান কাঠের ভূষি সংগ্রহের  জন্য যে গর্ত থাকে তার উপর যে তক্তা দেওয়া থাকে তার উপর দাঁড়িয়ে ছিলেন শ্রমিক জিয়াউর রহমান আখন । কিন্তু দুর্ভাগ্যবশত সেই তক্তা ভেঙে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে করাতের উপর গিয়ে পড়েন। ফলে করাতে কাটা পড়ে মাথা সহ তার দেহের বিভিন্ন অংশ কেটে যায়।  আশেপাশের লোকজন এসে দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং স্পিডবোটে করে দ্রুত তাকে বরিশাল   নেওয়া হলে। হাসপাতালে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে ।ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনা তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী দুর্ঘটনা কারন নিশ্চিত করেন। পরে তার মৃতদেহ বরিশাল থেকে স্পিডবোটে করে ।  ভোলা এনে তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এতে করে মৃতের পরিবারের অবস্থা হয়েছিল বিনা মেঘে বজ্রপাতের মত এবং  অনাকাঙ্খিত মৃত্যুর কারনে  পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.