যে ২টি আসন থেকে ধানের শীষে মননোয়ন পেয়েছেন পার্থ

নিজস্ব প্রতিনিধি, ভোলা বার্তা ডেস্ক ‌:
ভোলা-১ ও ঢাকা-১৭ এই দুইটি আসন থেকে ধানের শীষ প্রতিক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। কিছুক্ষন আগে বিএনপির গুলশান কার্যালয় থেকে এ ঘোষনা দেয়া হয়। আন্দালিভ রহমান পার্থও ভোলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘোষনায় ভোলায় জোট কর্মীদের উজ্জেবিত হতে দেখা গেছে। এদিকে বিকেল থেকে বিজেপি কার্যালয়ে অপেক্ষমান নেতাকর্মীরা শুকরিয়া আদায় করেছেন। বিজেপি ভোলা জেলার ভার প্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম রতন জানান, জোটের জন্য আমাদের নেতা এতোদিন যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন আজ ২টি আসনে তার মনোনয়নের মধ্যদিয়ে তার প্রতিদান পেলাম। বিজেপির ভোলা জেলা সাধারন সম্পাদক মোতাসিম বিল্লাহ বলেন, আজকের এই প্রাপ্তি ভোলার জোটের সকল নেতাকর্মীদের প্রাপ্তি আগামী ৩০সে ডিসেম্বরের ভোটের মাধ্যমে জোটকে এর প্রতিদান দেবে ভোলা ও ঢাকার বিএনপিসহ জোটের সকল ভোটার ও নেতা কর্মীরা। ভোলার বিএনপির সিনিয়র নেতারা জানান, জোট থেকে যাকে মনোনয়ন দিয়েছেন ৩০ তারিখে তার বিজয় নিশ্চিত করে, খালেদা জিয়ার মুক্তি ও দেশের গনতন্ত্র রক্ষার সংগ্রামে বিজয়ী হতে ভোলার বিএনপি সহ জোট নেতা কর্মীরা তাদের করনীয় সবটুকুই করবেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.