ভোলা থেকে চলতি মৌসুমের আমন সংগ্রহ অভিযান শুরু
নিজস্ব প্রতিবেদক, ভোলা বার্তা ।। চলতি মৌসুমে সরকারিভাবে ভোলাসহ সারা দেশের আমন সংগ্রহ অভিযান শুরু হয়েছে । আজ শনিবার ভোলা সদর খাদ্যগুদামে আমন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্য সচিব মোঃ শাহাবুদ্দিন আহমেদ। ভোলার জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক এর সভাপত্তিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য সচিব মো: শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক আরিফুর রহমান অপু। এ সময় বরিশাল বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক, ভোলা জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গত বছর ৩ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হয়েছে, এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ মেট্রিক টন। কৃষকরা তাদের উৎপাদিত আমন ধান মিল মালিকদের কাছে বিক্রি করবেন। আর মিল মালিকদের কাছ থেকে সরকার চাল ক্রয় করবে। চলতি মৌসুমে সরকার এবছর প্রতি কেজি চালের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করেছে।