​ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা,একই পরিবারের তিনজন আহত, থানায় মামলা

​বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা করেন যার মামলা নং ১৪
​আহতরা হলেন ৬০ বছর বয়সী শফিকুল ইসলাম, তার মেয়ে ৩৫ বছর বয়সী জোসনা আক্তার এবং ১৯ বছর বয়সী নাতি মো. শান্ত। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে শফিকুল ইসলাম জানান, তার সঙ্গে একই এলাকার আবুল বাশার ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিবাদীরা প্রায়ই তাদের জমিতে এসে ভয়ভীতি প্রদর্শন ও গাছপালা কেটে নিয়ে যায়। এর আগেও গত ৫ মে, ২০২৫ তারিখে শফিকুল ইসলাম এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
​গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শফিকুল ইসলাম তার নিজের জমিতে গেলে অভিযুক্ত আবুল বাশার (৬৫), হান্নান (৪০), রাশেদ (২৫), জুয়েল (৩৫), শাহিনুর বেগম (২৭), আকলিমা বেগম (৩০), আয়শা বেগম (২৫) সহ আরও অজ্ঞাতনামা ৫/৭ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। শফিকুল ইসলাম তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে।
​শফিকুল ইসলামের চিৎকারে তার মেয়ে জোসনা আক্তার, নাতি মো. শান্ত এবং ছকিনা বেগম তাকে উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও আক্রমণ করে। হামলাকারীরা জোসনা আক্তার ও ছকিনা বেগমের শ্লীলতাহানির চেষ্টা চালায়। একপর্যায়ে আবুল বাশার জোসনা আক্তারের মাথায় আঘাত করতে চাইলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে কোপটি তার বাম বুকে এবং বাম হাতে লাগে। গুরুতর আহত জোসনাকে হাসপাতালে ভর্তি করার পর তার হাতে ৪টি এবং বুকে ৫টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে আবুল বাশারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার মেয়ে জানান, তাদের পরিবার কোনো হামলা করেনি, বরং শফিকুল ইসলামই তাদের ঘর ভেঙে ফেলেছেন।
টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম ও সালিশকারীরা জানান, তারা উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে একাধিকবার সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছেন। কিন্তু আবুল বাশার সালিশের রায় মানছেন না। কাগজপত্র অনুযায়ী, ওই জমির মালিক শফিকুল ইসলাম।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.