আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন করেন-হাফিজ ইব্রাহীম

নিজস্ব প্রতিনিধিঃ ভোলা জেলা দৌলতখান উপজেলা আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিনের শুভ উদ্বোধন করেন ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহীম।

১০ আগস্ট রবিবার দুপুরে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আকবর হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষক-কর্মচারীদের ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন আলহাজ্ব হাফিজ ইব্রাহীম তিনি বলেন,শিক্ষক -কর্মচারীদের বিদ্যালয়ের সময়ের প্রতি দায়িত্বশীল হতে হবে। সময়মত বিদ্যালয়ে আসার জন্য সময়কে মুল্যায়ন করতে হবে। কারণ আপনারাই হলেন মানুষ গড়ার কারিগর। আপনাদের থেকেই ভবিষৎ প্রজন্ম সময়ের মুল্যায়ন শিখবে।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
আবু তাহের বলেন, ভোলা -২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহীম তার প্রতি আমরা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা কৃতজ্ঞ। ডিজিটাল হাজিরা মেশিন হওয়ার কারণে আমার বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীরা যথাসময়ে উপস্থিত হবে বলে আমি আশাবাদী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপি সাধারন সম্পাদক শাজাহান সাজু,দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল আলম ফরিদ মাস্টার,বোরহানউদ্দিন পৌরসভা যুবদলের সভাপতি মোঃ হেলাল মুন্সী,বোরহানউদ্দিন পৌরসভা সাবেক ছাত্রদল সভাপতি স্বাধীন চৌধুরী সুমন সহ উপজেলার অন্যান্য বিদ্যালয়ে প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক স্থানীয় বিএনপি নেতাকর্মীবৃন্দ।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.