বোরহানউদ্দিনে যুবদলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ

গোলাম মাহামুদ শাওন,
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ছবি অবমাননা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর প্রচার-প্রচারণা এবং বিএনপির বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অপশক্তির ঘৃণ্য কর্মকাণ্ডের প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে উপজেলা যুবদলের আয়োজনে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ জুলাই সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিবাদ মিছিল নিয়ে জড়ো হন যুবদলের নেতাকর্মীরা। এরপর তারা একটি বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কিছু ছোট ছোট দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করছে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর প্রচার-প্রচারণা চালাচ্ছে। একইসঙ্গে বিএনপির বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অপশক্তির ঘৃন্য কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা বোরহানউদ্দিন উপজেলা যুবদলের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ যদি বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে, যুবদল এর দাঁত ভাঙা জবাব দেবে।
বোরহানউদ্দিন উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সিহাব হাওলাদার, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান শাহিন, যুগ্ম সম্পাদক ফখরুল আলম মিঠু ও রুবেল কাজী।
এছাড়া ইউনিয়ন ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।