বোরহানউদ্দিন টবগী যুবদল সভাপতি ও কৃষকদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন টবগী যুবদল কৃষকদল নেতার কিস্তিতে চাঁদাবাজীতে নিঃস্ব রাজমিস্ত্রী মনিরের পরিবার।
ভূক্তভোগী রাজমিস্ত্রী মনির জানান,আমাদের পরিবারের ৪৪ শতাংশ জমি দখল করে বুজিয়ে দেওয়ার কথা বলে ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ মঞ্জু বয়াতী মামা মনিরাম বাজার তার অফিসে চল্লিশ হাজার টাকা নেন। ইউনিয়ন কৃষকদল নেতা রমা আমাদের পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় কিস্তির মত করে প্রায় ৫০ হাজার টাকা চাঁদা নেন। তারপরও হুমকি-ধুমকি দিতে থাকে যাতে আরো টাকা দেই। কিন্তু আরো টাকা দিতে অস্বীকার করলে মঞ্জু মামা ফোন দিয়ে তার অফিসে যেতে বলে। আমি সেখানে পৌছানোর পর রমা,ফয়েজ আমারেনকুত্তার মত করে মারতে থাকে। মাইরের চোটে তাদেরকে বাপ ডাকার পরও ছারে না। উপস্থিত বাজারের বিভিন্ন মানুষ এসে আমাকে ছাড়ায়। তারপর আমাকে আহত অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়। বোরহানউদ্দিন হাসপাতাল হইতে চিকিৎসা গ্রহন করে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে আমি নিজে বাদি হয়ে ছলেমানের ছেলে রমা (৪০),মফিজুল হকের ছেলে বাদশা(৪১),চান মিয়ার ছেলে শহিদুল্লাহ কে আসামী করে বোরহানউদ্দিন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। মামলা নং ১৭৮/২০২৫।
ভুক্তভোগী মনিরের মাতা রিনা বেগম জানান, আজ থেকে ৫ মাস পুর্বে আমার পরিবারের বেদখলে থাকা ৪৪ শতাংশ জমি দখল করার কথা বলে টবগী ইউনিয়ন যুবদল নেতা মোঃ মঞ্জু বয়াতীকে জনতা ব্যাংক কুঞ্জের হাট শাখা থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করে দেই। কিন্তু মঞ্জু ভাই জমি দখল করতে কোনরকম সহযোগিতা করেনি। পরে আমরা আমাদের জমি নিজেরাই দখল করি।
এ ব্যাপারে অভিযুক্ত ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ মঞ্জু বয়াতী জানান,আমার বিরুদ্ধে রাজমিস্ত্রী মনিরের পরিবারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি জমি দখল করার কথা বলে কোন টাকা নেইনি। রমার সাথে কি হয়েছে তা আমি জানি না।
মামলার ১নং আসামী রমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে হলে তাকে খুঁজে পাওয়া যায় নাই।