বাংলাদেশ খেলাফত মজলিস বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন মাদ্রাসায় ও আলেম পরিবারের মধ্যে কোরবানির গোস্ত বিতরণ

গোলাম মাহামুদ শাওন,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
বাংলাদেশ খেলাফত মজলিস বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে বোরহানউদ্দিন এবং দৌলতখান উপজেলার বিভিন্ন মাদ্রাসায় এবং আলেম পরিবারের মধ্যে কুরবানির গোস্ত বিতরন করা হয়।
অদ্য ঈদের দ্বিতীয় দিনে,বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা-২ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম এর সার্বিক ব্যবস্থাপনায় ৪ টি গরু কুরবানী করা হয়। এরকম ব্যতিক্রমী উদ্যোগে মাদ্রাসার শিক্ষক,ছাত্ররা ও আলেম পরিবারের মাঝে খুশি বিরাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস বোরহানউদ্দিন উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা আব্দুস সাকুর সাহেব সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই সময় নেতারা বলেন, আমাদের এই কর্যক্রম আগামীতে আরো ব্যাপক ভাবে করার জন্য আল্লাহতালা যেন তাওফিক দান করেন।