বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পহেলা মে রোজ বৃহস্পতিবার কাছেয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির দ্বা-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্তদি বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন জনাব সরওয়ার আলম খান সিনিয়র যুগ্ম আহবায়ক বোরহানউদ্দিন উপজেলা বিএনপি জনাব কাজী মনজুরুল আলম ফিরোজ যুগ্ম আহবায়ক বোরহানউদ্দিন উপজেলা বিএনপি, জনাব কাজী শহিদুল আলম নাসিম যুগ্ম আহবায়ক বোরহানউদ্দিন উপজেলা বিএনপি, জনাব এ্যাড.কাজী আযম, সদস্য সচিব বাংলাদেশ বিএনপি বোরহানউদ্দিন উপজেলা শাখা।

কাচিয়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি জনাব বসির উল্লোহ শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত জনাব মনোয়ার হোসেন টিপু সাবেক সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন পৌর ছাত্রদল, জনাব শেখ সাদি হাওলাদার, সভাপতি কাচিয়া ইউনিয়ন বিএনপি দক্ষিণ শাখা, মরহুম আঃ মতিন হাওলাদার এর উত্তরসূরি জনাব শাহীন হাওলাদার,
কাচিয়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির নেতা মফিজ হাওলাদার তাহার বক্তব্যে বলেন, নিজের অজান্তেই খটে যাওয়া মানহানীর কথা,, আরও বলেছেন কাচিয়া ইউনিয়ন উত্তর বিএনপি এক এবং অবিচ্ছেদ্য,আগামীর সংসদ নির্বাচনে ভোলা ২ বোরহানউদ্দিন দৌলতখান উপজেলার মাটি ও মানুষের নেতা, জণ নন্দিত জননেতা জনাব আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মহোদয় কে বিপুল ভোটে জয়যুক্ত করতে আমরা ঐক্যবদ্ধ

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.