ভোলার বোরহানউদ্দিনের অপরাধ চক্র পত্রিকার স্টাফ রিপোর্টার এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর যুগ্ম সচিব সাংবাদিক মোঃ হুমায়ুন কবির এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

জানা যায় ০৯/০৬/২০২৪ ইং তারিখ রাত্র অনুমান ০৯:০০ সময়, বোরহানউদ্দিন থানাধীন বড়মানিকা ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ পাটোয়ারী হাট স্কুল রোডে অবস্থিত সাংবাদিক হুমায়ুন এর বড় ভাই সালাউদ্দিন এর চায়ের দোকানের ও স্থানীয় হান্নান এর গাড়ির গ্রেজের উত্তর পাশের রাস্তার উপরে। মোঃ মামুন মেম্বারের নেতৃত্বে, মোঃ মুনসুর, মোঃ বাবুল মেম্বার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাসুম, মোঃ রাসেল বয়াতি, মোঃ সাগর, মোঃ মমিন, মোঃ আল-আমিন চৌকিদার, মাসুম গাজী, মোঃ হারুন সহ আরো অজ্ঞাতনামা ৮/১০জন এই হামলা চালায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাংবাদিক হুমায়ুন কে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতাল পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সাংবাদিক হুমায়ুন বলেন, আমার উপর যারা হামলা করেছে তাদের সাথে আমার পূর্ব কোন বিরোধ ছিল না, আমি তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে আমার উপর এই হামলা চালায়, এ নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে বড় ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির (বিপিএম) জানান, হুমায়ুনের উপর হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.