বোরহানউদ্দিনে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সহায়তা অর্থ

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সহায়তা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্ততঃ ১৫ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের হাতে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর ইন্টিটিউশন (PBGS) এর আওতায় এ সহায়তার নগদ অর্থ বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক শিমুল চৌধুরী।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার, সহকারি শিক্ষক ফিরোজ হায়দার, মাকসুদুর রহমান পিন্টু, জাবেদুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.