বোরহানউদ্দিনে জাতীয় ভোটার দিবস পালিত

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় নির্বাহি অফিসার নওরীন হকের সভাপতিত্বে উপজেলা চত্তরে রেলী ও নির্বাহি অফিসারের সভাকক্ষে আলোচনা সভা হয়। রেলী ও আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাচন অফিসার শহিদুল্লাহ, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া, মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা জুলফিকার আলী , মৎস্য অফিসার আলী আহম্মেদ আখন্দ, কৃষি কর্মকর্তা এইচ. এম. শামিম, পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার, টবগী ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ৭ই মার্চ যথাযথভাবে উদযাপনের জন্য প্রস্তুতি সভা করেন।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব সভাপতি এইচ.এম. এরশাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.