শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বোরহানউদ্দিনে এমপি মুকুলের বস্ত্র বিতরণ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে চাণক্য সেবা সংঘ কতৃক আয়োজনে এমপি মুকুলের বাসভবনে ৩ শত অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন। বোরহানউদ্দিন চাণক্য সেবা সংঘের সভাপতি শ্রী মলিন চন্দ্র দাসের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ভোলা – ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে। তিনি আরো বলেন, আমার মা নেই, আপনাদের মাঝেই আমার মাকে খুজে পাই। আপনাদেরকে আমার মা বাবা হিসেবে সেবা দিয়ে যাচ্ছি । আপনাদের কামলা হিসেবে সেবা দেই। আপনাদের সন্তান হিসেবে আমাকে ভালো বাসবেন। এসময় বিশেষ অতিথি বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া ও চাণক্য সংঘের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.