ভোলার বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধাদের মাঝে খাস জমি বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী

গোলাম মাহমুদ শাওনঃ ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এর আন্তরিকতায় জাতির সোনালি সন্তান বোরহানউদ্দিন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন সরকারি খাস জমি পেলেন। বৃহস্পতিবার এমপির পক্ষ হয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী ১৬ জন মুক্তিযোদ্ধার মাঝে কবুলত হস্তান্তরের মাধ্যমে খাস জমি বিতরণ করেছেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান, স্থানীয় সাংসদ আলী আজম মুকুল স্যার তার নির্বাচনী এলাকায় দলমতের উর্ধ্বে উঠে কাজ করে যাচ্ছেন যা সত্যিই বিরল ঘটনা।মহা দুর্যোগ করোনা পরিস্থিতিতে ও জনগনের পাশে থেকে সেবা ও ত্রাণ দিয়ে যাচ্ছেন। জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের উপকারের জন্য তিনি কাজ করছেন।যার ধারাবাহিকতায় ভূমিহীন মুক্তিযুদ্ধাদের মাঝে খাস জমি বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। সংসদ অধিবেশনে স্যার ঢাকায় ব্যস্ত থাকার কারনে তার অনুমতি সাপেক্ষে আজ মুক্তিযুদ্ধাদের মাঝে খাস জমি বিতরণ করা হলো।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.