লঞ্চ ভ্রমণের ভাড়া বাড়ল

শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চের ভ্যাট বাড়ানোর হয়েছে। এটি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এখন থেকে এসি কেবিনের জন্য বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এই বর্ধিত ভ্যাট আরোপের কথা জানানো হয়।

আগে শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের মূল ভাড়ার ৫% ভ্যাট দিতে হলেও এখন থেকে দিতে হবে ১০%।

হেলিকপ্টার-চার্টাড বিমানে খরচ বাড়ল: বর্তমানে হেলিকপ্টার সেবা বেশ জনপ্রিয়। উচ্চবিত্ত লোকজনই এ সেবা নিয়ে থাকেন। ধীরে ধীরে এ সেবার প্রসারও ঘটছে। তাই হেলিকপ্টার ও চার্টাড বিমান ভাড়ার ওপর সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে এবারের বা অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশায় আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে এ বাজেট ঘোষণা করা হয়। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.