বোরহানউদ্দিনে ট্রাক সহ ৩৫ যাত্রী আটক

গোলাম মাহমুদ শাওন, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পণ্যবাহী ট্রাকে করে ৩৫ জন যাত্রী পরিবহণ করায় ট্রাক চালক মো. স্বাধীনকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ওই পরিবহনের ৩৫ যাত্রীকে নির্বাহী অফিসার বিশেষ মাধ্যমে জামালপুর পাঠান। বৃহস্পতিবার স্থানীয় আলীমুদ্দিন বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ জন যাত্রীসহ যাত্রীবাহী ট্রাক চালক মো. স্বাধীনকে আটক করেন। ওই বাজারে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী ভ্রমমাণ আদালত পরিচালনা করে চালক মো. আলীকে ৭ হাজার টাকা জরিমানা করেন।
মো. বশির গাজী জানান, এরা ব্লকের নির্মাণ শ্রমিক। ট্রাকের উপর ত্রিফল দিয়ে মালবাহী ট্রাকের মতো আটকিয়ে বোরহানউদ্দিন উপজেলার আলীমুদ্দিন বাংলাবাজার হতে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

তিনি আরও জানান, ভবিষ্যতে আইন অমান্য করলে প্রশাসন আরও কঠোর হতে বাধ্য হবে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.