মোহাম্মদ আনওয়ারুল হক মাষ্টার স্মৃতিসংসদের ত্রাণ বিতরণ

ভোলা দক্ষিণ প্রতিনিধি ঃ
“দূর্যোগে দুঃস্থদের পাশে আমরা” এই শ্লোগান নিয়ে গঠিত মোহাম্মদ আনওয়ারুল হক মাষ্টার স্মৃতিসংসদ। করোনা পরিস্থিতিতে সৃষ্ট দূর্যোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় “মোহাম্মদ আনওয়ারুল হক মাষ্টার স্মৃতিসংসদ” কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ওই সংগঠনের স্বেচ্ছাসেবীগন কুতুবা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দরিদ্র কর্মহীন ৩০০ পরিবারের মাঝে খাদ্যশষ্য,ও হাত ধোঁওয়ার সাবান বিতরণ করেন।
ওই সংগঠন সূত্রে জানা যায়,মরণঘাতী করোনা ভাইরাস এর কারণে সারা বিশ্ব লন্ডভন্ড। বাংলাদেশের জনগণ ও এর ভয়াবহতায় আতঙ্কিত। সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সরকারি নির্দেশনায় এখানকার মানুষগুলো ঘরমুখো। ফলে কর্মহীন হয়ে পড়ছে শ্রমিক শ্রেণির মানুষগুলো।এই বিপর্যয়ে কর্মহীন মানুষগুলো জন্য
৯ কেজি চাল, ৫ কেজি আলু,১ কেজি করে মশুর ডাল, সয়াবিন তৈল,লবন ও ২ পিচ করে সাবান প্যাকেটজাত করে ৩০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। সংগঠনের পরিচালক জানান,সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে বিপদে আপদে মানুষের পাশে দাড়ানোর তৌফিক দেওয়ায় মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.