মেঘনাপাড়ে লাশটি কার?

ভোলার বোরহানউদ্দিনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ৪টার দিকে হাসান নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেঘনা তীরবর্তী সিহান চৌধুরীর আম বাগানের কাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মির্জাকালু পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. জামাল শেখ (বাচ্চু) জানান, হাসান নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেঘনা তীরবর্তী সিহান চৌধুরীর আম বাগানের কাছে অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে তারা লাশ উদ্ধার করে ভোলা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।

তিনি আরও জানান, লাশটি সম্ভবত মেঘনায় ভেসে এসে জোয়ারে পাড়ে আটকে গিয়ে পচে গলে গেছে। যে কারণে লাশটি পুরুষ না মহিলা তা নির্ধারণ করা যাচ্ছে না। তবে লাশের পরনে লুঙ্গি পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে অজ্ঞাত লাশটি পুরুষের।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, অজ্ঞাত লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.