কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত লড়ার অঙ্গীকার করলেন ইমরান খান

কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত এ বিষয়ে সব পদক্ষেপ নেয়া হবে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিজেকে ‘কাশ্মীরি দূত’ আখ্যায়িত করে ইমরান খান বলেন, কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত আমার চেষ্টা চলবে। কাশ্মীরি জনগণের কাছেও আমি ওয়াদা করছি, কাশ্মীর ইস্যুটি নিয়ে আমি সারা বিশ্বে কাজ করব।

তিনি বলেন, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ উগ্র হিন্দুত্ববাদীদের মনোভাব বুঝতে পেরেছিলেন। যদি পাকিস্তান প্রতিষ্ঠা না হতো, তাহলে আমাদের সঙ্গেও সেই আচরণ করা হতো, যা এখন কাশ্মীরি মুসলমানদের সঙ্গে করা হচ্ছে।

আরএসএসের মতাদর্শী নরেন্দ্র মোদি ভারতীয় মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানাতে চান বলেও অভিযোগ করেন ইমরান খান।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.