দুলার হাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে রিপন ও সাধারণ সম্পাদক পদে শাহজাহান মামুন নির্বাচিত

ছবিঃ নজরুল ইসলাম রিপন পন্ডিত

 

শাহাবুদ্দিন আহমেদ, ভোলা বার্তা : চরফ্যাশনের পশ্চিমাঞ্চল নবগঠিত থানা দুলার হাট বাজারের দীর্ঘ ১৮ বছর পর সরগরমের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম রিপন পন্ডিত, সম্পাদক পদে মো: শাহজাহান (মামুন)। সহ-সভাপতি আ. রহমান (খোকন), কোষাধ্যক্ষ মো: সুমন হাওলাদার, ১নং ওয়ার্ড সদস্য মো: শরীফ হোসেন, ২নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো: নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মো: রবি রুবেল, ৪নং ওয়ার্ডের মো: ফরিদ, ৫নং ওয়ার্ডের নাসিম ব্যাপারী, ৬নং ওয়ার্ডের বজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

ছবিঃ শাহজাহান মামুন
বুধবার সন্ধ্যায় চরফ্যাশন উপজেলা নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম বেসরকারী ভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে সকাল ৮ টা হতে ৩ টা পর্যন্ত ভোট প্রয়োগ করেন ভোটাররা। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী ও ভোটারদের ভোট দানে ছিলো না বাধাঁ।তাই সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এই নির্বাচনে মোট ১৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। সভাপতি পদে নজরুল ইসলাম (রিপন) মাছ মার্কা পেয়েছেন ৩৫৭ তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: রুহুল আমিন (ছাতা)- ৩২০, মাছ মার্কার প্রার্থী- ৩৭ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে মো: শাহজাহান মামুন (হাতপাখা)- ৩১০ তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল)-২২০, অপর প্রার্থী মো: জয়নাল আবেদীন(আনারস)-১৪১ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মো: আ: রহমান খোকন (রিস্কা) ৩৬৮ তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: ফখরউদ্দিন জসিম(চেয়ার)-২৯৬ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মো: সুমন হাং বিজয়ী হয়েছেন।

এছাড়া ৬টি ওয়ার্ডের সদস্য প্রার্থী ১নং মো: শরীফ হোসেন(ফুটবল)-৪৩ ভোট, ২নং ওয়ার্ডের মো: নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন। ৩নং ওয়ার্ডের মো: রবি রুবেল (মোরগ)-৮৩ ভোট, ৪নং ওয়ার্ডের মো: ফরিদ ( মোরগ)-৩৩ ভোট, ৫ নং ওয়ার্ডের মো: নাসিম ব্যপারী ( ফুটবল)- ৪৫ ভোট, ৬নং ওয়ার্ডের মো:বজলুর রহমান (ফুটবল)-৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য গত ২৯ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে পরিমার্জন, পরিবর্ধন ও পরিবর্তনের পর বুধবার মোট ভোটার সংখ্যা ৭০৬ জন। ভোট প্রয়োগ করেছেন ৬৮০ জন।

উল্লাসিত ভোটারদের আতশবাজী, ডামাডোল রং এর ছড়াছড়িতে বাজারে প্রকম্পিত হতে দেখা গেছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.