ঢাকা থেকে লালমোহনগামী লঞ্চ দুর্ঘটনা, পানিতে অর্ধ নিমজ্জিত।।

বায়েজিদ খান,ভোলা বার্তা ।।

কিছুক্ষন আগে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসা লালমোহন টু ঢাকা রুটের গ্লোরী অফ শ্রীনগর-২ মুন্সিগঞ্জ ঘাটের আগে বালির জাহাজের সাথে ধাক্কা লেগে লঞ্চের তলা ফেটে যায়।

লঞ্চের তলা ফেটে লঞ্চটি অর্ধ নিমজ্জিত হয়ে যায়। লঞ্চ থেকে যাত্রীদেরকে নৌকা দিয়ে দ্রুত নামানো হয়েছে। লালমোহনের এমপি নুরনবী চৌধুরী শাওন মুন্সিগঞ্জের স্থানিয় প্রশাসনকে দ্রুত যাত্রীদের উদ্ধার করে নিরাপত্তা ব্যবস্থা দানের নির্দেশ দিয়েছেন। ওসি মীর খায়রুল কবির জানিয়েছেন, যাত্রীরা সবাই নিরাপদে আছেন,তবে মালামাল বেশি হওয়ায় তা লঞ্চে পরে আছে। বিস্তারিত আসছে…..

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.