বোরহানউদ্দিনে আটোর ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বোরাহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে অটো ও মোটরসাইেকেলের মুখো মুখি সংর্ঘষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২ টায় ভোলা-চরফ্যাশন সড়কের বোরাহানগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান (২০), কতুবগঞ্জ ১ নং ওয়ার্ডের  ছিদ্দিক মিয়ার ছেলে ও রাকিব (২৩)  বড় মানিকা এলকার  মফিজ পাটওয়ারীর ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুর ২টার দিকে উদয়পুর থেকে আসা একটি মোটরসাইকেলে করে হাসান ও রাকিব বোরহানউদ্দিনের দিকে যাচ্ছিলেন। এসময় বিপোরীতমুখি একটি আটোর সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপরে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোরাহানউদ্দিন সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্য ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.এনামুল হক  নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.