বোরহানউদ্দিনে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনের কারাদণ্ড

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রায়হানুজ্জামানের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রণজিৎ চন্দ্র দাস এই অভিযান পরিচালনা করে।

এসময় পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ পঞ্চায়েত বাড়ি সংলগ্ন এলাকা থেকে মো: কামাল (৪৫), পিতা-মৃত মমতাজ, এবং মো: নাছির (৪০), পিতা-মো: শাহজাহান—কে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক করা হয়।

মো: কামাল-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মো: নাছির-কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া একই দিনে ফুল কাচিয়া এলাকা থেকে মো: সিরাজ (৪১), পিতা-মো: জাহাঙ্গীর—কে গাঁজা সেবনের অভিযোগে আটক করা হয়।

তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ
উপজেলা সহকারী কমিশনার ভুমি রণজিৎ চন্দ্র দাস জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকাসক্তি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.