শিক্ষার মান উন্নয়নে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলেছি: হাফিজ ইব্রাহিম

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ
​ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ২০২৫ সালের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে বলেছেন যে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে তিনি ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার হাফিজ ইব্রাহিম কলেজ মিলনায়তনে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ জাকারিয়া আজম। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে যখন তিনি সংসদ সদস্য ছিলেন, তখন তিনি লক্ষ্য করেন যে ভোলা জেলায় শিক্ষার মান তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি নিজের একান্ত চিন্তা থেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন।
​এই ধারাবাহিকতায় তিনি হালিমা খাতুন কলেজ, হালিমা খাতুন মহিলা মাদ্রাসা, জয়নাল আবেদীন আলিম মাদ্রাসা, জয়নাল আবেদীন ল্যাবরেটরি স্কুল এবং হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার মতে, এই প্রতিষ্ঠানগুলো এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
​বক্তব্যের পর তিনি কলেজের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন, শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কলেজ প্রাঙ্গণে দুটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সাচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, মোঃ শহিদুল আলম নাসিম কাজী, সদস্য সচিব কাজী মোঃ আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের সভাপতি মোঃ শিহাব উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জসিম খাঁন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তানজিল হাওলাদার এবং বিএনপির স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.