বোরহানউদ্দিনে ড্রেজার স্থাপন করে জনদুর্ভোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

ভোলার বোরহানউদ্দিনে সরকারী হাইস্কুল ও ব্রীজ সংলগ্ন মাঠে অনুমতি ছাড়া ড্রেজার স্থাপন করে জনভোগান্তি সৃষ্টি ও ব্রীজ ঝুঁকিপূর্ণ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার টাকা জরিমানা ও ড্রেজার-বলগেট জব্দ করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) স্থানীয় জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয় এবং ড্রেজার ও বলগেট পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব আব্দুস সাত্তার-এর জিম্মায় প্রদান করা হয়। সংশ্লিষ্ট কাগজপত্র দাখিলের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কাগজপত্র বৈধ প্রমাণিত হলে মুচলেকা নিয়ে মালিক পক্ষকে ড্রেজার ফিরিয়ে দেওয়া হবে, অন্যথায় আইনানুগভাবে নিলামে বিক্রির ব্যবস্থা নেওয়া হবে। আরো উপস্থিত ছিলেন আবদুস সাত্তার,নির্বাহী প্রকৌশলী, বোরহানউদ্দিন পৌরসভা।
অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.