কুতুবা ইউনিয়নে ভারী বর্ষণে ফসল ডুবে কৃষকের ক্ষতি পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মুফতি নুরুল কারীম

বোরহানউদ্দিন(ভোলা) সংবাদদাতাঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে সোমবারের প্রচণ্ড বর্ষণে ব্যাপক ফসলহানির ঘটনা ঘটেছে। ইউনিয়নের ১নং, ২নং ও অন্যান্য ওয়ার্ডের অনেক জমি পানিতে তলিয়ে গেছে। এতে শসা, কাঁচা মরিচ, কলা ও বিভিন্ন শাকসবজিসহ কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, যেসব জমি সাধারণত উঁচু যেখানে ৩-৪ হাত উঁচুতে ফসল চাষ করা হয়েছিল সেখানেও হাঁটু পর্যন্ত পানি জমে গেছে।
এই পরিস্থিতি সরেজমিনে দেখতে কোমর পানিতে হেঁটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জামায়াত মনোনীত কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মুফতি নুরুল কারীম। তিনি বলেন,
জাকির (বছর আলী বাড়ি), রতন ও রফিক (কারী বাড়ি)-সহ বিভিন্ন স্থানে গিয়ে নিজের চোখে বাস্তব চিত্র দেখেছি। আমি নিজ হাতে ডুবে যাওয়া কলাগাছগুলো দাঁড় করানোর চেষ্টা করেছি।
তিনি উপজেলা প্রশাসনের প্রতি ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এটা শুধু ফসলের ক্ষতি নয়, এটা পরিবারগুলোর জীবন ও জীবিকার ওপর বড় ধাক্কা।— বলেন মুফতি নুরুল কারীম।
তিনি আরও জানান, কৃষকের দুঃসময়ে পাশে থাকাই একজন জনপ্রতিনিধির দায়িত্ব এবং ভবিষ্যতেও যেন এভাবে সাধারণ মানুষের পাশে থাকতে পারেন, এজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।