বোরহানউদ্দিনে সাবেক মেয়র মিলন মিয়ার সহধর্মিণীর মৃত্যুবার্ষিকীতে দোয়া

গোলাম মাহমুদ শাওন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোরহানউদ্দিন পৌর শাখার সভাপতি ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক সফল মেয়র মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার সহধর্মিণী মরহুমা মুক্তা মণি (ফাতেমা)–এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার আমতলাস্থ নিজ বাসভবনে মরহুমার পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, মরহুম মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর, ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওনসহ পরিবার-পরিজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত ব্যক্তিরা বলেন, মরহুমা মুক্তা মণি ছিলেন একজন আদর্শবান স্ত্রী, মা এবং সমাজ সচেতন মানুষ। তিনি জীবদ্দশায় মানুষের কল্যাণে নিরবে কাজ করেছেন। তার স্মৃতি পরিবার ও এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিলে মুক্তা মণির বিদেহী রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, মুক্তা মণি ফাতেমা বেগম ২১ জুন ২০২৩ তারিখে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.