বোরহানউদ্দিনে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ ও মানববন্ধন

বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ মাদক ছাড়ো খেলা ধরো, সুস্বাস্থ্য সমাজ গড়ো-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতবা ইউনিয়ন ছাগলা নক্তি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ২টায় জুমার নামাজ শেষে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফরিদুল আলম নক্তির সভাপতিত্বে, মাদকবিরোধী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নক্তি বাড়ি জামে মসজিদের খতিব, মাওলানা মোহাম্মদ ফারুক, ইউনুস বাকলাই,ইমরান বাকলাই, মাকসুদ খোলদার, জয়নাল সরকার, শাজাহান ঢালী, সেলিম বয়াতি, শাকিল গোলদার, জাহাঙ্গীর নক্তিসহ এলাকাবাসী।