বোরহানউদ্দিন আলেম পরিবারের উপর অতর্কিত হামলা।। থানায় মামলা, আটক-১

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে আলেম পরিবারের উপর অতর্কিত হামলার অভিযোগে থানায় মামলা,শাজাহান নামে একজন আটক।

অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার পহেলা মে সকালে ফজরের নামাজের আগ মুহুর্তে কাচিয়া ইউনিয়নের ফুল কাঁচিয়া গ্রামের
ক্বারী এনায়েতউল্যাহ পিতা মৃত আঃ মজিদ এর হাফেজ ছেলে হাসান ঘর থেকে বের হলে অতর্কিত হামলা করেন একই এলাকার শাহজাহান, সিরাজ, নিরব, মহসিন, সেলিম,ও রাবেয়া,পিতা মোহাম্মাদুল্লাহ ওরফে কালামিয়া , বিল্লাল পিতা শাজাহান সহ প্রায় ২৫ থেকে ৩০ জন
ছেলেকে মারধর থেকে রক্ষা করতে এগিয়ে আসলে তার বাবা, মা ছোট ভাইদেরকেও আঘাত করেন প্রতিপক্ষ শাজাহান গংরা। একে একে ঘর থেকে বের হয়ে আসেন ক্বারী এনায়েত উল্লাহর স্ত্রী আয়েশা সিদ্দিকী ছেলে হাফেজ শহীদুল্লাহ, হাফেজ সিফাত উল্লাহ সবাইকে পিটিয়ে জখম করেন প্রতিপক্ষ গংরা।
ক্বারী এনায়েত উল্লাহ আরো বলেন, তাদের সাথে আমাদের জমি জমা নিয়ে একটা বিরোধ চলছে। বিগত সরকারের আমলে তারা আমাদের জমিতে ফ্যাসি-শক্তি প্রয়োগ করে জোরপূর্বক আমাদের জমি দখল করে। আমরা অসহায়ের মত তাকিয়ে থাকি কিছু করতে পারিনি কিন্তু আমরা এখনো আমাদের জমির কাছে যাইনি আমরা নিজেরা নিজেরা পরামর্শ করতে ছিলাম কিভাবে আমাদের জমিটি উদ্ধার করা যায়। মুলত আমরা আইনি শক্তির মাধ্যমে জমি উদ্ধার করবো বিষয়টি তারা টের পেয়ে আমাদের উপরে অতর্কিত হামলা করেছে। আমার ছোট ছেলে এইচএসসি পরীক্ষার্থী তাকে এরকমভাবে জখম করেছে যে সে এখন মৃত্যুর পথযাত্রি।
আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল আমার পরিবারের সকলে হাফেজ।আমরা আলেম পরিবার আমরা কখনো কোন সংঘাতে জড়াতে চাই না। আমরা প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে বিচার চাচ্ছি।

এ বিষয়ে ছেলে হাফেজ হাসান জানান,আমি ভোলার বাহিরে একটি মাদ্রাসায় চাকরি করি সেখানে আমি মাদ্রাসার প্রধান পদে রয়েছি।
আমি বাড়িতে এসেছি ছুটিতে আমি জানিও না আমাদের জমি জমা নিয়ে সংঘাত রয়েছে।
হঠাৎ আমি ঘর থেকে বের হয়েছি ফজরের নামাজের জন্য তারা হটাৎ এসে আমার উপর আতর্কিত হামলা করেছে। আমাকে রক্ষা করতে যখন আমার বাপ মা ও ভাইয়েরা আসে, তাদের উপরও হামলা করেছে এমন কি আমরা হসপিটালে এসেছি এখানে তারা হামলা করার জন্য এসেছে।

ক্বারী এনায়েতুল্লাহ এর আরেক ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিফাত উল্লাহ বলেন, আমি ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য টিউবওয়েলে আসি দেখি যে মারামারি হচ্ছে আমি ঐদিকে আগাতে না আগাতেই তারা দেশিও অস্ত্রশস্ত্র দিয়ে আমার উপর হামলা করেছে।আমি মারা যাই মারা যাই বলে চিৎকার করে উঠেছি এরপর আমি অজ্ঞান হয়ে গেছি পরে জ্ঞান ফিরে দেখি যে আমি হসপিটালে ভর্তি।

এ বিষয়ে অপরপক্ষ শাজাহান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ জমি তারাও ক্রয় করেছেন। আজকের এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত তিনিও হামলায় আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ঘটনায় থানায় একটি মামলা হয়েছে একজন আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাকিদেরও গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.