বোরহানউদ্দিনে এনজিও কর্মীর উপর হামলা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরদে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিবেশী আঃ মালেক (৫০) পিতা ওসমান গনীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ করেন সফিউল্যাহ(৭০)পিতা মোঃআব্দুর রহমান।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ০১ মে ২০২৫ ইং বিকালে আবুল বাশার তাহার কর্মস্থল থেকে বাড়িতে ফিরে তার বসত ঘরের পিছনে জমিতে পূর্বে নেট দিয়ে বেড়া দেয়া ছিলো। কিন্তু ঘটানার দিন সে দেখে যে তার জমিতে বেড়া নেই,তখন সে আঃ মালেক কে জিজ্ঞসা করে যে তাহার বেড়া কি হয়েছ, তখন আঃ মালেক গংরা তার উপর ক্ষিপ্ত হয়ে লাঠি সোটা নিয়ে এলো পাতারি আঘাত করে। সেই আগাতে আবুল বাশার এর মাথা ফেটে যায়।
এই বিষয়ে আবুল বাশারের পিতা ও মামলার বাদী মো: সফিউল্যাহ যানান যে, আমার ছেলে আশা এনজিও তে চাকরি করে। সে ছুটিতে বাড়িতে এসে তাহার বসতঘরের পিছনে প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দেওয়া ছিল তার সেই বেড়া যখন সে দেখতে যায় গিয়ে দেখে যে তার সেই জমিতে বেড়া নেই কে বা কারা সেগুলো ভেঙ্গে ফেলেছে তখন সে আ: মালেক কে ব্যাপারটা জিজ্ঞাসা করার পরে আ: মালেক গংরা তার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতারি আঘাত করে যাহাতে তাহার মাথা ফেটে যায়। আমি উক্ত ঘটানার সাথে জড়িত দোষীদের বিচার দাবি করছে।
এ বিষয়ে জানার জন্য বিরোধী পক্ষ আ: মালেক কে মুঠোফোনে ও তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।