দুলারহাট থানা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা প্রেসক্লাবের আয়োজনে  ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি মো: শাহাবুদ্দিন মাষ্টার’র সভাপতিত্বে শুক্রবার (২৭মার্চ)  প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন দুলারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম গিয়াস উদ্দিন (বাচ্চু)  মাষ্টার, প্রেসক্লাবের ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ বায়েজিদ খান, প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান,প্রেসক্লাবের সম্মানিত সদস্য মাইনুদ্দিন সহ অনেকে।

বক্তারা বলেন, সুশীল সমাজ গড়তে দুলারহাট প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের  এযোগে কাজ করতে হবে ।

একজন সাংবাদিক তার লেখনীর মাধ্যমে সমাজের অন্যায় অনিয়ম দূর্নীতি তুলে ধরে একটি সমাজের দুর্নীতিমুক্ত করতে পারে। দুলারহাট  প্রেসক্লাবের সংবাদ কর্মীরা এই পেশার মান রক্ষা করবে।

আনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টেলিভিশন চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মেহেদী হান্নান। ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণ চেয়ে মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফিকুর রহমান।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.