বোরহানউদ্দিনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি:-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলার বোরহানউদ্দিন পৌর বিএনপি উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রবিবার বোরহানউদ্দিন কেন্দ্রীয় বাজার মসজিদে দোয়া অনুষ্ঠানে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিটন, আ:রব হাওলাদার,ইউসুফ হোসেন বাচ্চু, শাহাবুদ্দিন বাচ্চু,পৌর যুবদল সভাপতি হেলালউদ্দিন মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান হাওলাদার,পৌর ছাত্রদল সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, পৌর শ্রমিক দলের সম্পাদক সহ পৌর বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় বাজার মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.