ভোলায় ১৮ বছর পর ছাত্রদল নেতার নিজ এলাকায় আগমন।। ফুল দিয়ে বরন।

ভোলা প্রতিনিধি :- দীর্ঘ ১৮ বছর নিজ এলাকায় আসলেন ভোলা বাংলাবাজার আঞ্চলিক শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ঢাকা উত্তরের সভাপতি মো:জাকির হোসেন। এলাকা বাসীর ভালবাসা আর কয়েক হাজার নেতাকর্মীর ফুলেল সিক্ততায় মুখরিত হয়ে উঠে ভোলার বাংলাবাজার ।
সোমবার ঢাকা থেকে লঞ্চ যোগে তিনি ভোলা ইলিশা ঘাটে দুপুর ১২টায় পৌছাইলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বিশাল মটর সাইকেল শোভাযাত্রায় তিনি ভোলা থেকে চলে যান হাসিনা বিরোধী আন্দোলনে ভোলায় পুলিশের গুলিতে প্রথম শহিদ ছাত্রদলের সভাপতি নূরে আলমের কবর জিয়ারতের উদ্দেশ্যে। এরপর তিনি শহীদ আঃ রহিমের কবর জিয়ারত করেন। বিকেলে বাংলাবাজার তার নিজ এলাকায় উপস্হিত হলে হাজার হাজার নেতা কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাইদ সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে যোগ দেন। এ সময় ছাত্রদল নেতার সাথে পল্টন থানা ছাত্রদলের সভাপতি ইয়াইয়া নোমান ও কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব ছাড়াও স্হানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্হিত ছিলেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.