ভোলার বোরহানউদ্দিন প্রেসক্লাবের কমিটি গঠন:

ভোলার বোরহানউদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ব নির্ধারিত ঘোষিত অনুযায়ী শুক্রবার (৯ আগস্ট) বোরহানউদ্দিন প্রেসক্লাব কার্যালয়ে আহবায়ক কমিটির সদস্য মেসবাহউদ্দিন সম্রাট এর সভাপতিত্বে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আহবায়ক কমিটির আহবায়ক উজ্জল হাওলাদার টেলি কনফারেন্স যোগ দেন।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২৪-২০২৬ মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি সর্ব সম্মতিক্রমে গঠন করা হয়। এতে সভাপতি পদে বোরহানউদ্দিন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে এম.এ আকরাম ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহজাদা আকন কে নির্বাচিত করা হয়।

নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আহাম্মেদ, সহ-সভাপতি উজ্জ্বল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মেসবাহউদ্দিন সম্রাট, অর্থ সম্পাদক এসএম সোহেল, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক হাসনাইন আহমেদ হাওলাদার, প্রচার সম্পাদক মেহেদী হাসান মোর্শেদ, সমাজ কল্যাণ ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার শিলা।

এছাড়া নির্বাহী পরিষদের সদস্য পদে এডভোকেট কামরুল আহসান চৌধুরী, মোঃ নুরুজ্জামান, ফিরোজ মাহমুদ, মোঃ হাসনাইন, শামসুদ্দিন রকেট নির্বাচিত হয়েছেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.