বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পোশাক বিতরণ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে ১৩০ সেট স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন ২০২৪) বিদ্যালয় ক্যাম্পাসে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র আলহাজ্ব মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ওই ড্রেস তুলে দেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস দাসের সভাপতিত্বে ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন,পৌর মেয়র মো. রফিকুল ইসলাম,স্কুলের সাবেক প্রধান শিক্ষক আ.ন.ম আবদুল্লাহ,মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম, স্কুলের সিনিয়র শিক্ষক তাহমিনা বেগম প্রমুখ। পোশাক বিতরণ অনুষ্ঠানে প্যানেল মেয়র মো. হারুন-অর-রশিদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. জুয়েল হাওলাদার সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস দাস বলেন, গত ১২ বছর যাবৎ ধারাবাহিকভাবে পৌর মেয়র মো. রফিকুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে মেধাবী ও দরিদ্র ছাত্রীদের স্কুল ড্রেস দিয়ে আসছেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.