জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ১৭ জুন

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ১৭ জুন সোমবার। শুক্রবার সন্ধ্যায় রংপুরের জেলার পীরগাছা উপজেলা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়, নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখে উদ্‌যাপিত হয় ঈদুল আজহা। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই বৈঠক হয়। ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।

ধর্ম মন্ত্রী বলেন, আজ আবহাওয়া মেঘলা থাকায় সিদ্ধান্ত আসতে সময় লেগেছে। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় রংপুরের জেলার পীরগাছা উপজেলা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে।

এর আগে, গতকাল সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৬ জুন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়া হয়েছে। ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে পশু কুরবানি করেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.