বোরহানউদ্দিনে আম কুড়াতে গিয়ে একজনের মৃত্যু

 

বোরহানউদ্দিন থেকে…

ভোলার বোরহানউদ্দিনে পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে পাড় ভেঙে মাটির নিচে চাপা পড়ে জান্নাত বেগম বাইস বছর নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার আঠারো মে সকাল ছয় টার দিকে উপজেলার সাঁচড়া ইউনিয়নের পাচ নম্বর ওয়ার্ডের রামকেশব গ্রামের খুন্না বাড়ীতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়ীর জালাল আহমেদ খুন্নার মেয়ে ও পার্শ্ববর্তী সাচড়া তিন নম্বর ওয়ার্ডের রুবেল মোল্লার স্ত্রী।
নিহতের চাচাতো ভাই মোঃ ফারুক
রেজা জানায়, গত দুইদিন আগে জান্নাত পাশের গ্রামের স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ীতে বেড়াতে আসেন। ঘটনার দিন ভোরে ঘুম থেকে উঠে ঘরের পাশে পুকুর পাড়ে আম গাছের নিচে যায় এবং পুকুরের পানিতে আম পড়ে থাকতে দেখে উঠানোর চেষ্টা করেন। এসময় গাছের শিকড় সহ মাটি ভেঙ্গে মাটির নিচে চাপা পড়ে পানিতে তলিয়ে যায়। চিৎকার শুনে পরিবারের সদস্যরা এসে মাটির নিচ থেকে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.