ইয়াং স্টার ক্রিকেট ক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ২নং ওয়ার্ড ভিত্তিক ক্রিয়া সংঘঠন ইয়াং স্টার ক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
গত ১৭ মে রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কার্যকরী সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক বিমল চন্দ্র সেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ২ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও ক্রীয়া প্রেমি মোঃ ফরিদ মাঝি, মোঃ রাসেল আহাম্মেদ, ব্যাংকার ফয়সাল বিন রাকিব সিদ্দিকি,বোরহানউদ্দিন উপজেলার জনপ্রিয় আম্পায়ার ফয়েজ উল্লাহ ফয়েজ, আরিফুর রহমান শুভ,এডভোকেট মোহাম্মদ রামিম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহান উদ্দিনের জনপ্রিয় ধারাভাষ্যকার ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মুমসাদ দ্বিনূরী।
সভায় সদস্যদের ভোটের মাধ্যমে তিন বছরের জন্য সভাপতি- হাসনাইন ইসলাম রিফাত ও সাধারণ সম্পাদক- ইফতেখার ইসলাম ইফতি নির্বাচিত হন।