ভোলার মাঝির হাটে মোশারেফ হোসেনের পথ সভায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক।। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝির হাটে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও টানা দুইবারের সফল সদর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। আর ওই পথ সভায় হাজার হাজার মানুষ ছুটে আনারস প্রতীকের শ্লোগান দেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাঝির হাট বাজারের মোশারেফ হোসেনের আনারস প্রতীকের নির্বাচনী পথ সভায় মানুষে ঢল পরে।
পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান এবং বর্তমানে উপজেলার পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন বলেন, টানা দুইবার উপজেলা চেয়ারম্যান থাকা কালিন সময় সততা ও নিষ্ঠার সাথে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আমার বিরুদ্ধে কারো কোন অভিযোগ নেই। আমার প্রিয় নেতা ভোলা জেলার অভিভাবক ও জাতীয় নেতা তোফায়েল আহমেদের নির্দেশ ও সহযোগীতায় অনেক উন্নয়ন করেছি। আর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনারা আবারও আমাকে আনারস প্রতীকে ভোট দিন।
আপনাদের মূল্যবান ভোটে আবারও আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে আমার প্রিয় নেতা ও জাতীয় নেতা তোফায়েল আহমেদের সহযোগীতায় ভোলার প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে উন্নয়নের রোল মডেলে পরিনিত করবো। সব সময় আপসাদের সেবায় নিয়োজিত থাকবো।
এসময় ভেদুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা পৌর সভার বার বার নির্বাচিত সফল মেয়র মো: মনিরুজ্জামান। এছাড়াও আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: আজিজুল ইসলাম।