ভোলায় ভোটার‌দের দ্বা‌রে দ্বা‌রে আনারস প্রতী‌কের প্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা মোশা‌রেফ হো‌সেন

নিজস্ব প্রতি‌বেদক।।

আগামী ২১ মে ভোলা সদর উপ‌জেলা প‌রিষ‌দের নির্বাচ‌নকে সাম‌নে রে‌খে দুই বারের সফল চেয়ারম‌্যান ও ‌বর্তমানে চেয়াম‌্যান প্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা মোশা‌রেফ হো‌সেন আনারস প্রতী‌কের প্রচার প্রচারণা ক‌রে‌ছেন।

আজ মঙ্গলবার বি‌কেল থে‌কে রাত সা‌ড়ে ৭ টা পর্যন্ত ভোলা সদর উপ‌জেলার উত্তর দিঘলদী ও দ‌ক্ষিণ দিঘলদী ইউনিয়‌নের শা‌ন্তিরহাট, বটতলা ও নতুন বাজারসহ বি‌ভিন্ন হাট বাজা‌রে সাধারণ ভোটার‌দের দ্বা‌রে দ্বা‌রে কা‌ছে গিয়ে আনারস প্রতী‌কে ভোট চান তি‌নি। এছাড়াও একই সময় ভাইস চেয়ারম‌্যান প্রার্থী মো: আ‌জিজুল ইসলামও চশমা প্রতী‌কে ভোট চান ভোটার‌দের কা‌ছে।

এসময় ‌আনারস প্রতী‌কের চেয়ারম‌্যান প্রার্থী ও দুই বা‌রের সফল চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা মোশা‌রেফ হো‌সেন ব‌লেন, দুই বার উপ‌জেলা চেয়ারম‌্যান হ‌য়ে উপ‌জেলার সকল শ্রেণির মানু‌ষে পা‌শে থে‌কে তা‌দের সেবা ক‌রে‌ছি। এবং ভোলার অ‌ভিভাবক জাতীয় নেতা সা‌বেক শিল্প ও বা‌ণিজ‌্য মন্ত্রী এবং ভোলা-১ আস‌নের সংসদ সদস‌্য তোফা‌য়েল আহ‌মে‌দের সহ‌যোগীতায় উন্নয়ন ক‌রে‌ছি। এবারও নির্বা‌চিত হ‌লে আ‌গের অসমাপ্ত কাজ সম্পূর্ণ কর‌বো। মানু‌ষের সেবায় আ‌গের মতই কাজ ক‌রে যা‌বো। প্রিয় নেতা ভোলার অ‌ভিভাবক ও জাতীয় নেতা তোফা‌য়েল আহ‌মে‌দের সহ‌যোগীতায় সদর উপ‌জেলা‌কে উন্নয়‌নের রোল ম‌ডে‌লে প‌রিণত কর‌বো।

তি‌নি আ‌রো ব‌লেন, সদর উপ‌জেলার মানুষ আমা‌কে ভা‌লোবা‌সে। তাই ভো‌টারদের কা‌ছে ভোট চাই‌তে গে‌লে ব‌্যাপক সারা পা‌চ্ছেন তি‌নি। আর তাই আবারও মানুষ তা‌কে সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নির্বা‌চিত কর‌বে ব‌লে বিশ্বাস তার।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.