তীব্র তাপ প্রবাহ প্রশমনের লক্ষে ভোলায় পল্লী বিদ্যুতের ৫০ হাজার বৃক্ষরোপণ

ভোলা প্রতিনিধি।।
তীব্র তাপ প্রবাহ প্রশমনের লক্ষে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কাজ শূরু হয়েছে। ‘বৃক্ষ লাগাই সারি সারি, তপ্ত বায়ু শীতল করি, ফল-বৃক্ষ করব চাষ, কাটবো না আর একটি গাছ’ এ প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ভোলার বাংলা বাজারের পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের আশ পাশের সড়কে এ বৃক্ষরোপণ করা হয়।
এসময় ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ধরণের ফলজ, বনজসহ বিভিন্ন ধরণের গাছ লাগাত তারা। এসময় উপস্থিত ছিলেন, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো: খলেদুল ইসলাম, এজিএম মো: আমিনুল হক, সুকবেদ বাড়ই, মো: মহিন উদ্দিনসহ প্রমূখরা।
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: খালেদুল ইসলাম জানান, দেশের উপর প্রচন্ড তাপ প্রবাহের কারণে জন জীবন বিপদজস্থ। তাই আমরা ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা দেই। এ গাছ তাপ প্রবাহ থেকে মানুষকে রক্ষা করবে। এটি ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যেই রোপণ কাজ শেষ হবে। আমাদের দেখা-দেখি অন্যান্যরাও বৃক্ষ রোপণে উৎসাহিত হবেন।