তীব্র তাপদাহে বোরহানউদ্দিন থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

সারাদেশে তীব্র তাপদাহের মধ্যে কিছুটা স্বস্তি ফেরাতে পরিবহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বুধবার ২৪ এপ্রিল দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) এর নেতৃত্বে পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মতে, তীব্র তাপদাহের মধ্যে পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয়। প্রচন্ড রোদের মধ্যে রাস্তায় চলাচলে মানুষের শরীর থেকে অনেক ঘাম ঝরে। খাবার পানি ও স্যালাইন পান করার ফলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। প্রতিটি দূর্যোগে পুলিশ জনগনের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দেয়।
অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) বলেন, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে অনেক মানুষ হিটস্ট্রোক করছেন। মানুষ হিটস্ট্রোক না করেন সেই লক্ষ্যে ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর নির্দেশে তীব্র তাপপ্রবাহের সময় করণীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ প্রদান।
আমরা চাই পথচারীরা যেন তীব্র এই রোদের মধ্যে কোন রকম কষ্ট না হয়। সেজন্য আমরা ক্ষুদ্র এই উদ্যোগ নিয়েছি। আমরা চেষ্টা করে যাবো সব সময় জনগনের পাশে দাঁড়াতে।