বোরহানউদ্দিনে গরু চোর চক্রের ১০ সদস্য আটক, ৬ গরু ও মোটরসাইকেল সহ মালামাল উদ্ধার

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ-ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে গরু চোর চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন মহিলা রয়েছে। বুধবার (১ ৯ জুলাই) দুপুরে ভোলার- চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন পৌরসভার ৪ নং ওয়ার্ডের পঞ্চায়েত বাডির পূর্বপাশে মোহাম্মদিয়া মাদরাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ওই প্রতিষ্ঠান প্রধান নেছারউদ্দিন পালিয়ে গেলেও মহিলা সহ ১০ জন , ৬টি গরু,মোটরসাইকেল, পানির পাম্প উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গংগাপুর ইউনিয়নের সফিজলের ছেলে শাকিল,কুতুবা ইউনিয়েরন ইয়ামিনের ছেলে মহিউদ্দিন,ভোলার আলী নগর এলাকার আব্দুর রহমানের ছেলে রমজান, আলমগীরের ছেলে মাহাবুবুর রহমান মহিলাদের মধ্যে রহিমা বেগম,বুশরা,ফাতেমা,জাকিয়া,ফাহিমা,লিয়া।

উদ্ধার হওয়া ৩টি গরুর মালিক দাবিদার পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুস সোহবান এর নাতি ইমরান হোসেন জানান,মঙ্গলবার রাত(১৮ জুলাই)৩.৩০ মিনিটে আমার নানার ৩টি এবং একই এলাকার আব্দুল বারেক এর ৩টি গরু চুরি হয়। এরপর থেকে আমরা গরু খুঁজতে থাকি।গরুর পায়ের হাটার চিহ্ন ধরে আমরা খোঁজ করি।এক পর্যায়ে পৌর সভার ৪নং ওয়ার্ডের আহম্মাদিয়া মাদরাসায় আসি।এ সময় ঘরের একটি রুমের টিনের ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করি।তখন মহিলারা আমাদের দিকে মরিচের গুড়া ছিটিয়ে বটি নিয়ে তেড়ে আসে।এরপর আমরা পুলিশের শরণাপন্ন হই।
বোরহান উদ্দিন থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাজিব জানান, গোপন সংবাদের ভিক্তিতে বুধবার দুপুরে(১৯ জুলাই) আমরা ওই স্থানে অভিযান চালায়। অভিযানে ৬টি গরু,মোটরসাইকেল,পাম্পমেশিন উদ্ধার করি। এ সময় ৪জন পুরুষ ও ৬ জন মহিলাকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, মামলা প্রক্রিয়াধীন।
এদিকে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মো: জহুরুল ইসলাম হাওলাদার বলেন,ওসি বোরহানউদ্দিনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.