মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুলারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ
দেশের জন্য জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোসহ নানা আয়োজনে ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে চরফ্যাশন  উপজেলার দুলারহাট থানার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুলারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

আজ শনিবার এই দিবসটি উপলক্ষে দুলারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে  র‍্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকছানা বেগম  এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক সদস্যবৃন্দ সহ প্রমূখ।

বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এর পটভূমি
নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭১ এর সকল যোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসাইনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি,  দেশাত্মবোধক গান , রচনা প্রতিযোগিতা ও বক্তব্য প্রদান করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরাসহ আমন্ত্রিত অতিথিরা এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.