মোজাম্মেল হক চৌধূরী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে গনহত্যা দিবস পালিত

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মোজাম্মেল হক চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আচমত আলী মিয়া।
মোঃ আচমত আলী মিয়া ২৫শে মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন ঘটনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারণ করেন। তিনি বলেন তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা দরকার,তারাই আমাদের আগামীর ভবিষ্যৎ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলালউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
উল্লেখ্য অত্র বিদ্যালয়টি বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে বলে সুনাম আছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.