ভোলা চরফ্যাশন  বজ্রপাতে নিহত দুই শিশু সহ আহত -২

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাসন উপজেলার এয়াজপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে বজ্রপাতে খেলার মাঠে নিহত দুই শিশুসহ আহত -২ জন।
সুত্র জানায়  এয়াজপুর ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টিতে ফুটবল খেলারত অবস্থায় হঠাৎ বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ(৩ জুন) বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় বজ্রপাতে মাঠের পাশে থাকা আরও ২ জন গুরুতর আহত হয়ে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বজ্রপাতে নিহত ২ শিশু এয়াজপুর এলাকার কুতুব উদ্দিন মাঝির পুত্র মোঃ সাগর (১২) ও আবদুস সাত্তার দপ্তরির পুত্র মোঃ শান্ত (৮)।
বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ আলির পুত্র ইয়ামিন (৭) ও মোঃ আবু বকর সিদ্দিকের পুত্র মোঃ নুরনবি (৪২)।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বজ্রপাতে নিহত ও আহতের নিশ্চিত করে বলেন নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চরফ্যাশন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.