চরফ্যাশনে পরিত্যক্ত বাগানে মাথাবিহীন ২টি পোড়া লাশ

ভোলার চরফ্যাশনের আছলামপুর ইউনিয়নের সুন্দরী খালের সুন্দরী ব্রিজসংলগ্ন স্থানীয় জামাল ভূঁইয়ার পরিত্যক্ত বাগান থেকে মাথাবিহীন আগুনে পুড়ে যাওয়া দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, এএসপি সাব্বির খান, ওসি মো. মনির হোসেন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, লাশের মাথা না থাকায় কেউ এদের শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে গলা কেটে মাথা আলাদা করে নিয়ে গেছে তারা। তারপর কেরোসিন বা পেট্রল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়েছে। তবে লাশ দুটি পুরুষ না মহিলা তাও শনাক্ত করা যায়নি।

চরফ্যাশন থানার এসআই  ছিদ্দিকুর রহমান বলেন, আমি ১টার দিকে ঘটনাস্থলে গেছি। মস্তকবিহীন দুইটি লাশ পাওয়ায় যায়। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, লাশের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.