দুই ভিক্ষুককে মায়ের মর্যাদা দিয়ে আমৃত্যু দায়িত্ব নিলেন এমপি মুকুল

গোলাম মাহমুদ শাওন:ভোলার বোরহাউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ভিক্ষা করা দুই বৃদ্ধ মহিলাকে মায়ের মর্যাদা দিয়ে আজীবনের দায়িত্ব নিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
এমপি মুকুল ভোলা বার্তা’কে জানান, আমার কাছে এই অসহায় বৃদ্ধ মহিলাদ্বয় প্রায়ই আসত আমি নিজের সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করতাম। পরববর্তীতে চিন্তা করলাম তাঁরা-তো আমার মায়ের মতই। তাই তাঁদের আমার মায়ের মর্যাদা দিয়ে আমৃত্যু তাদের দায়িত্ব গ্রহণ করলাম। তিনি আরও বলেন, যতদিন জীবিত থাকব ততদিন আমার এই দুই মায়ের অন্ন, বস্ত্র ও চিকিৎসার সকল দায়িত্ব সন্তান হিসাবে আমি পালন করবো। প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত মুজিব বর্ষের সেরা উপহার পাকা ঘর (৩ লাখ টাকা মূল্যের) প্রদান করে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.