বোরহানউদ্দিনে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মাঝে ত্রান বিতরন

গোলাম মাহমুদ শাওন,বোরহানউদ্দিন প্রতিনিধি:
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মাঝে চাল বিতরণ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী।
শ্নিবার দুপুর ১২ টায় বোরহানউদ্দিন উপজেলার মুক্ত মঞ্চে সামাজিক দুরত্ব বজায় রেখে ৬৫ জন মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মাঝে ১৫ কেজি চাল ও ৫ কেজি আলু বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষ ঘরমুখো। যার কারণে বেকার হয়ে পড়ছে মসজিদ ভিক্তিক এই শিক্ষকরা। এ সব দরিদ্র মানুষের দুর্দশার কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে তার ত্রাণ তহবিল থেকে খাদ্য শষ্য উপহার হিসেবে বরাদ্দ করেন।যার ধারাবাহিকতায় এই উপজেলায় বিতরণ কার্যক্রম চলমান। স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল এর নির্দেশনায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার চলছে এ কার্যক্রম। সামাজিক কারণে যারা প্রকাশ্যে এ উপহার গ্রহণ করতে পারছেনা তাদেরকে এসএমএস কিংবা মোবাইল ফোনে যোগাযোগ করতে আহবান জানান।সহযোগিতা তাদের কাছে পৌঁছে যাবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.